মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালিত
প্রকাশিত:সোমবার, ২৮ মার্চ ২০২২ ১০:০৩
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিশ্ব নাট্য দিবস পালিত হয়েছে। ১৯৬২ সাল থেকে ২৭ মার্চ সারা বিশ্বে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। বরাবরের মতো বাংলাদেশেও আড়ম্বর আয়োজনে উদ্যাপন করা হচ্ছে বিশ্ব নাট্য দিবস-২০২২।
এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার ২৭ মার্চ বিকাল ৪টা ৩০ মিনিটে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের পৌরসভা হয়ে কোর্ট রোড প্রদক্ষিণ করে শিল্পকলাতে এসে শেষ হয়।
আলোচনা সভা পর্বে জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট সাংস্কৃতিক ও নাট্যব্যক্তিত্ব, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন মাসুদ, অপূর্ব কান্তি ধর, আব্দুল মতিন, সৈয়দ নওশের আলী খোকন , এ এইচ এম সাহাব উদ্দিন আহমেদ, রুহেল আহমদ।
শুরুতেই সপ্তস্বর সঙ্গীত বিদ্যাপীঠের সভাপতি হিমু নাহার পরিচালনায় একটি একক অভিনয় পরিবেশন করে শিশুশিল্পী অরুনিমা ভৌমিক। পরবর্তীতে মঞ্চায়িত হয় সুদীপ দাশের রচনা ও নির্দেশনায় মনু থিয়েটার প্রযোজিত নাটক অদৃশ্য শত্রু এবং মোঃ মেহেদী হাসানের রচনা ও নির্দেশনায় জীবনচক্র থিয়েটার প্রযোজিত নাটক “খাঁচা”।