মহাসমাবেশ সফল করতে সিলেট জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের সভা
প্রকাশিত:সোমবার, ২৮ মার্চ ২০২২ ০৯:০৩
সুরমাভিউ:- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতিরোধ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, মদের আইনসহ সকল মানবতাবিরোধী আইন বাতিল এবং স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আগামী ১ এপ্রিল ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার (২৮ মার্চ) বিকাল ৩রাত ৯টায় ছড়ারপারস্থ দলীয় কার্যালয় এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বিন মনসুরের পরিচালনায় উপাস্থিত ছিলেন বক্তব্য রাখেন আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতী ফয়জুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আব্দুল্লাহ আরাফাত সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।