বিশ্বনাথের তরুণ কাতার আর্মিতে যোগদান

প্রকাশিত:সোমবার, ২৮ মার্চ ২০২২ ০৯:০৩

বিশ্বনাথের তরুণ কাতার আর্মিতে যোগদান

বিশ্বনাথ প্রতিনিধি:-  সিলেটের বিশ্বনাথের তরুণ হাসানুর রহমান কাতার আর্মিতে চাকুরী লাভ করেছেন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের টেক কামালপুর গ্রামের হাবিবুর রহমান ও শিউলি বেগম দম্পতির বড় ছেলে। সম্প্রতি হাসানুর রহমান কাতার আর্মি ফোর্সে যোগ দেন।

পরিবার সূত্রে জানা গেছে, পিতা হাবিবুর রহমান কাতার প্রবাসী থাকার সুবাদে হাসানুর রহমান উচ্চ শিক্ষা লাভের জন্য গত চার বছর আগে কাতার যান। সেখানে লেখাপড়া শেষে তিনি কাতার আর্মিতে যোগ দেন।

তার এই সাফল্যে হাসানুর রহমানের গ্রামের বাড়ি টেক কামালপুরে আনন্দের বন্যা বইছে। হাসানুর রহমান তিন ভাইয়ের মধ্যে তিনি প্রথম। হাসানুর রহমান আদর্শের সাথে তার কর্মজীবনে কাজ করতে চান। এজন্য তিনি বিশ্বনাথ উপজেলাবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ