ছোটমনি নিবাসে সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না’র ফল বিতরণ

প্রকাশিত:সোমবার, ২৮ মার্চ ২০২২ ১১:০৩

ছোটমনি নিবাসে সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না’র ফল বিতরণ

সুরমাভিউ:-  জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবী হাবিদা বেগম জ্যোস্না’র আর্থিক সহযোগিতায় ছোটমনি নিবাস বাগবাড়ী, সিলেট নিবাসীদের মধ্যে ফল বিতরণ করা হয়েছে।

আজ সোমবার ছোটমনি নিবাসে ফল বিতরণ অনুষ্ঠানে সমাজ সেবা অধিদপ্তরের সহ-কারী পরিচালক মো: নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো: আবু ছাইদ মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আসমা কামরান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ছোট মনি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক লাকী পুরকায়স্ত, জীবিকা বহুমুখী সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা রাবেয়া আক্তার রিয়া, সমাজসেবী সাপিয়া বেগম প্রমুখ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ