৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৭ মার্চ ২০২২ ০২:০৩
রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপিলটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
ডিসি বলেন, ‘বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। এসময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি (সহকারী) এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি।’
বুলবুলকে উরুতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান ডিসি মাহাতাব। ডিসি বলেন, ‘তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’
মিরপুর থানা পুলিশের একটি সূত্র জানায়, সোহরাব নামে একজন রংমিস্ত্রিকে সঙ্গে নিয়ে রবিবার সকালে নোয়াখালী যাওয়ার কথা ছিল বুলবুল হোসেনের। সেজন্য ভোর সাড়ে ৫টার সময় বাসা থেকে বের হন তিনি। পথে দুর্বুত্তরা তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আহত বুলবুলকে প্রথমে এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন ওই চিকিৎসক। তবে অন্য কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। তার মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’
আহমেদ মাহি বুলবুলের বাড়ি রংপুরে। রাজধানীর মগবাজারে রংপুর ডেন্টাল নামে তার একটি চেম্বার রয়েছে। বুলবুলের স্বপ্ন ছিল গরিবের চিকিৎসা দেওয়া। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘নিহত চিকিৎসকের কাছে ১২ হাজার টাকা এবং দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766