মীর হেল্পিং হ্যান্ড ইউকে’র উদ্যোগে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত:রবিবার, ২৭ মার্চ ২০২২ ০৭:০৩

মীর হেল্পিং হ্যান্ড ইউকে’র উদ্যোগে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমাভিউ:-  মীর হেল্পিং হ্যান্ড ইউকের উদ্যোগে এইচ.এস.সি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছেন। (২৬ মার্চ) শনিবার বিকাল ৩টায় নগরীর কাজীটুলাস্থ লোহারপাড়াস্থ একটি বাসায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মীর জসিম উদ্দিন জিলহাদ এর সভাপতিত্বে ও জোবায়ের আহমদ চোধুরী সুমন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সহ-সভাপতি সিলেট আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ১৭ নং ওয়াড ফয়জুল আনোয়ার আলাওয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, সাবেক কমিশনার হুমায়ুন কবীর শাহিন, ১৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলওয়ার হোসেন সজীব, সিলেট মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল মালিক সুজন, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও প্রশিক্ষণ সম্পাদক ইমরান আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাওসার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মো.ইফাত খান। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ