দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন অ্যাম্বুলেন্স উদ্বোধন
প্রকাশিত:রবিবার, ২৭ মার্চ ২০২২ ০২:০৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেয়েছে নতুন অ্যাম্বুলেন্স।
গতকাল শনিবার দুপুর দুইটায় প্রধান অতিথি হিসেবে অ্যাম্বুলেন্সটি উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সালেহীন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস রফিকুল ইসলাম এবং হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং স্টাফ ও কর্মচারীরা।