জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটে ইসলামী আন্দোলনের সভা

প্রকাশিত:রবিবার, ২৭ মার্চ ২০২২ ০২:০৩

জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে সিলেটে ইসলামী আন্দোলনের সভা

সুরমাভিউ:-  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, মদের আইনসহ সকল মানবতাবিরোধী আইন বাতিল এবং স্বাধীনতার মূুল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ দুর্নীতি মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আগামী ৩১ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট কোতোয়ালী থানা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৬ মার্চ) রাত ৯টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী থানা শাখার সভাপতি মো. মনির হোসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি কামাল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

সভায় কোতোয়ালী থানা শাখার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপাস্থিতিতে জাতীয় মহাসমাবেশ বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নগরীর সকল ওয়ার্ডে ২৭ ও ২৮ মার্চ দাওয়াতী কার্যক্রম বাড়িয়ে বেশি জনবল নিয়ে মহাসমাবেশে উপস্থিত হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বামুক কোতোয়ালী থানা শাখার ছদর মুফতী মোঃ ফখরুদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মো সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন কোতোয়ালী থানার সহ-সভাপতি মো. আনোয়ার হোসাইন, মো. জাহাঙ্গীর মিয়া, দপ্তর সম্পাদক মো. ইয়াসিন আহমদ, অর্থ সম্পাদক মো. গোলাপ মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ