সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রামপুর গ্রামের কৃষক সফিকুলের স্বপ্ন ভেঙ্গে চুরমার করেছে দুর্বৃত্তরা। তার শেষ সম্বল ৪ কিয়ার বর্গা জমিতে সিছিন্দা ক্ষেতের সকল গাছ কেটে ফেলে দিয়েছে তারা।
এই ঘটনাটি শনিবার গভির রাতে দুর্বৃত্তরা করেছে বলে মনে করছে ক্ষতিগ্রস্ত কৃষক সফিকুল ইসলাম । অসহায় কৃষক সফিকুল সকালে নিজের চোখে তার স্বপ্ন আশার এমন কাটাছেঁরা দেখে মাথাঘুরে ক্ষেতের ভিতর পরে যান তিনি।তার পরিবার ও স্বজন রা তাকে বাড়িতে নিয়ে এসে স্হানিয় চিকিৎসক দিয়ে চিকিৎসার ব্যাবস্তা করেন। অভাব অনটনের সংসারে দুটি গুরু বিক্রি করে অন্যআরেকজনের এই ৪ কিয়ার জমি বর্গানিয়ে সিছিন্দা চাষ করেন তিনি বর্তমানে সিছিন্দা বড় হওয়া শুরু হয়েছিল এরমধ্যে এমন নেক্কার জনক ঘটনার সম্মুখীন হন কৃষক সফিকুল।
২ ছেলে ১মেয়ে নিয়ে তার সংসারে একমাত্র কৃষিকাজ করেই ছেলে মেয়েদের লেখাপড়া সহ সংসারের সকল খরচপাতি করেন তিনি এমন নেক্কার জনক ঘটনার বিচার দাবি করেন তিনি।