২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৬ মার্চ ২০২২ ০৭:০৩
সুরমাভিউ:- সুনামগঞ্জ ৫-আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
শনিবার (২৬ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, সুনামগঞ্জ -৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আর নেই।
তিনি শনিবার সকাল সাড়ে ৯টায় লন্ডনস্হ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য তিনি ১৯৮৬, ১৯৯১ এবং সর্বশেষ ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) থেকে নির্বাচন করে স্বল্প ভোটে পরাজিত হয়েছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766