মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:শনিবার, ২৬ মার্চ ২০২২ ০৮:০৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগরে শ্রদ্ধা নিবেদন

সুরমাভিউ:-  মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার নেতৃত্বে¡ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমীন হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাধবী গুণ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাশিদা সাঈদা খানম, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, জেলা সদস্য সোনিয়া আক্তার নাফিয়া, রুনা আক্তার, লিপি রানী বনিক, সুষমা সুলতানা রুহী, শেলী রানি দেব, রীনা রানী তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ