মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাগীব-রাবেয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

প্রকাশিত:শনিবার, ২৬ মার্চ ২০২২ ০২:০৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাগীব-রাবেয়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

সুরমাভিউ:-  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবয়ো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজন করা হয়েছে।

শনিবার (২৬শে মার্চ) যথাযোগ্য মর্যাদায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ১০টা ৪০ মিনিটে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সম্মূখে (কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরাল সংলগ্ন) সন্ধানী, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিট এর তত্ত্বাবধানে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের বিভাগীয়  প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার, ফিজিক্যাল মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খাজা মোহাম্মাদ মুইজ, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ মোশারফ হোসেন, সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ শায়েখ আজিক চৌধুরী, অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সুমন মল্লিক, ডার্মাটোলজি এন্ড ভেনেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম, পেডিয়েট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ অর্চনা দেব, হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের সদস্যবৃন্দ সহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্প স্তবক অর্পণ এবং কলেজ ও হাসপাতাল ভবন আলোকসজ্জ্বা করণ।

এ সংক্রান্ত আরও সংবাদ