বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া’র মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

প্রকাশিত:শনিবার, ২৬ মার্চ ২০২২ ১০:০৩

বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া’র মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের শোক

সুরমাভিউ:-  বিভিন্ন সময় সুনামগঞ্জ-৫ আসন (ছাতক- দোয়ারাবাজার) থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সমাজসেবী ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া আজ ২৬ মার্চ’২২, শনিবার, লন্ডন সময় সকাল সাড়ে ৯টায় লন্ডনস্থ একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ সিলেট জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

শনিবার (২৬মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য মরহুম ব্যারিস্টার মোহাম্মদ ইয়াহিয়া’ মৃত্যুকালে বয়স ছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ