লতিফা-শফি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ ইউনিফর্ম বিতরণ

প্রকাশিত:শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ০৫:০৩

লতিফা-শফি মহিলা কলেজে শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ ইউনিফর্ম বিতরণ

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা কলেজে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

গত (২৪ মার্চ) বৃহস্পতিবার সকালে কলেজ হল রুমে বই ও কলেজ ইউনিফর্ম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজে পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও বিএম এর সাবেক সহ সভাপতি ডা. শামীমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমুর রহমান বলেন পৃথিবীর সকল সফল মানুষ সুবিধা বঞ্চিত ছিলেন। সংগ্রাম করে তারা সফল হয়েছেন। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের হীনমন্যতায় ভুগতে নেই। পৃথিবীতে সবসময়ই ভালে মানুষ থাকে যারা মানুষের বিপদে- সংকটে পাশে দাঁড়ায়।

কলেজের সহকারী অধ্যাপক ফখরুল ওয়াহেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজে পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, বর্তমান সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, কলেজের সহকারী অধ্যাপক শেখ আব্দুর রশিদ, শরীর চর্চা শিক্ষিকা মাহবুবা খানম চৌধুরী।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও কলেজ ইউনিফর্ম বিতরণ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ