১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ০৯:০৩
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি ও এম.এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় পৌরশহরের পুরান বাজারস্থ ফোরামের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এম.এ মজনু ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি ও এম.এ মজনু ফোরামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী মজনু।
বক্তব্যে তিনি বলেন, আমি মানবসেবাকে পছন্দ করি বলেই আমার সাধ্যমত নিজ উপজেলায় মানবসেবা করে যাচ্ছি। যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করলেও দেশপ্রেমে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করছি।
খেটে খাওয়া, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াই। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দলীয়ভাবে মনোনয়ন পেলে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করব। তবে, নির্বাচন করি বা না করি, আমি আমার মানবসেবা অব্যাহত রাখব।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য মোহাম্মদ আলী শিপন, নুর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, আবদুস সালাম, বদরুল ইসলাম মহসিন, এম.এ মজনু ফোরামের সদস্য আনহার আলী, নাহিদ আহমদ প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766