জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না – হাফিজ মজুমদার এমপি

প্রকাশিত:শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ০৫:০৩

জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না – হাফিজ মজুমদার এমপি

সুরমাভিউ:-  সিলেট-৫ আসনের সংসদ সদস্য হাফিজ মজুমদার এমপি বলেছেন, দীর্ঘজীবন পেয়েও কারো কারো অস্তিত্ব মৃত্যুর সাথে সাথেই শেষ হয়ে যায়। আবার কেউ কেউ স্বল্প জীবন পেয়েও মানুষের হৃদকুঠিরে সম্মান ও ভালোবাসার স্থান করে নেন। মৃত্যুর পর হয়ে ওঠেন অমর। ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী তেমনি একজন মহৎ ব্যাক্তি, যার মৃত্যু সমাজের প্রতিটি স্তরের মানুষকে কাঁদিয়েছে। সেনাবাহিনীতে থাকতে দেশের জন্য লড়েছেন। আর পরবর্তী জীবনে বাঙালি জাতি তথা বিশেষ করে সিলেট অঞ্চলের শিক্ষাব্যবস্থা এবং শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে উৎসর্গ করেছেন নিজের ব্যাক্তিগত ও পারিবারিক জীবনের সবকটি মুহুর্ত। মমত্ববোধে সমৃদ্ধ এমন শিক্ষক কিংবা সুশীল ব্যাক্তিকে হারানো সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য ক্ষতি। জুবায়ের সিদ্দিকী এমন এক ইতিহাস, যে ইতিহাসের মৃত্যু হয় না।

স্কলার্সহোমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম আয়োজিত স্মৃতিচারণ ও দোয়া এবং ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্ট কর্তৃক স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে ক্যাম্পাস প্রাঙ্গনে অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমেদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আহমদ আল কবির চৌধুরী, জুবায়ের সিদ্দিকী বৃত্তিপ্রদান ট্রাস্টের চেয়ারম্যান ইয়াসমিন সিদ্দিকী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, হাফিজ মজুমদার ট্রাস্টের সেক্রেটারি লোকমান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি খায়রুল আলম, সদস্য প্রফেসর ড. ওবায়দুর রব, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পসের অধ্যক্ষ প্রাণবন্ধু বিশ^াস।

বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মীনাক্ষি সাহা ও কামরুল আলম জুয়েলের পরিচালনায় জুবায়ের সিদ্দিকীর ‘ সিলেটি নাগরী লিপি ও বাংলা সাহিত্য’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা বিভাগের ফারজানা মোর্শেদ। শিক্ষার্থীদের মধ্য থেকে স্মৃতিচারণ করেন রকিব ও নাহিয়ান।

ব্রিগেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিকী (অব.) ট্রাস্টের পক্ষ থেকে এবছর বিভিন্ন শ্রেণীর ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মো. মনজুর আহমদ।

উল্লেখ্য- জুবায়ের সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নেমেছিল শোকের ছায়া। পাশাপাশি শিক্ষক. শিক্ষার্থী এবং সচেতনমহলে উঠেছিলো স্মৃতিচারণার ঝড়। ক্যাম্পাসের মূল গেইটে ঢুকতেই বামে দেখা যায় দেয়ালিকা ‘হৃদ মাঝারে’। যেন সবাই সমস্বরে বলছেন, ‘তোমায় হৃদ মাঝারে রাখবো, যেতে দেব না’।  এর পাশেই আরেকটি ডেস্ক, যেখানে রাখা হয়েছে জুবায়ের সিদ্দিকীর লিখিত গ্রন্থসমূহ এবং লিখা হয়েছে ‘হৃদয়ের কথামালায় জানাই শ্রদ্ধা’। সিড়িঁর সম্মুখে কালো কাপড়ে ঢাকা ফ্ল্যাপে জুবায়ের সিদ্দিকীর ছবি, ছবিতে ঝুলানো কাপড়ের মালা। যেন সর্বত্র আছেন একজন জুবায়ের সিদ্দিকী।

এ সংক্রান্ত আরও সংবাদ