২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৭:০৩
সুরমাভিউ:- তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর ৬ষ্ঠ জাতীয় সম্মেলন আগামী ২৭ ও ২৮ মার্চ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হবে। “নারী পুরুষের সমান অধিকার, কর্মক্ষেত্রে অগ্রগতি, সামাজিক বৈষম্য নিরসন” এই স্লোগানকে সামনে নিয়ে দেশের ৫০ এর অধিক জেলা থেকে দুই শতাধিক প্রতিনিধি নিয়ে শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়াম এই জাতীয় সম্মেলন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি।
বিশেষ অতিথি থাকবেন আব্দুস শহীদ এমপি, জোহরা খানম এমপি, এডভোকেট শারমিন খানম এমপি, শ্রমিক নেতা আবুল হোসাইন, রাজনীতিবিদ মোস্তফা আলমগীর রতন, ভারতের এসএজিডিএফ এর সাধারণ সম্পাদক ইয়াকুব মোহাম্মদ, এএসএফআই দিল্লির যুগ্ম সাধারণ সম্পাদক দিপশিতা ধর, দিল্লির জহরলাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি মোতাল্লেব হোসেন জুয়েল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দিপক শীল।
শ্রীমঙ্গলের জেলা পরিষদ অডিটোরিয়াম সম্মেলন উপলক্ষে ২৮ মার্চ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করতে সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর নিকট সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766