২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৬:০৩
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব যক্ষা দিবস-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বিনিয়োগ করি যক্ষ্মা নির্মূলে জীবন বাচাই সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টায় এসব কর্মসূচি পালন করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে সহযোগিতা করেন, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) শ্রীমঙ্গল শাখা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটাব শ্রীমঙ্গল শাখার সভাপতি ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সনি সাহা, নাটাব শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক জাহর তরফদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবু সালেহ মোঃ জাকির, হিড বাংলাদেশ এর ডিস্ট্রিক সুপারভাইজার প্রশান্ত চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি কাওছার ইকবাল সহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766