শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতান বোনাস দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৭:০৩

শ্রমিক ছাঁটাই বন্ধ ও বেতান বোনাস দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

সুরমাভিউ:-  রহমাজন মাসের অজুহাত দেখিয়ে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং বেতান বোনাস এর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে পালন করেছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। আজ ২৪শে মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় নগরীর তালতলা পয়েন্ট থেকে মিছিলটি শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা শাখার সহ সভাপতি মো. ইউসুফ জামিলের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক এম সফর আলী খাঁনের পরিচালনায় এসময় সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উজ্জল, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মো: হারুন-রশিদ, অর্থ সম্পাদক মো: মোজ্জাম্মেল হক, জেলা কমিটির  কার্যকারী সদস্য মো: মুজ্জামেল আলী, মহানগর কমিটির কার্যকারী সদস্য মো: সেজওয়ান আহমদ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো: রিদয় আহমদ,মো: মনু মিয়া, মো: সাওয়ন আহমদ, মো: আব্দুল রাজ্জাক, মো: জিহাদ, মো: রাসেদ, মো: সুজেদ, মো: রাজু আহমদ, মো:বোরহান আহমদ, মো: আল আমিন, মো: আব্দুল মালেক, স্বপন বাবু, মো: জহির, মো: রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

সমাবেশে বক্তারা বলেন, রহমাজন মাসের অজুহাত দেখিয়ে শ্রমিক ছাঁটাই বন্ধ এবং রহমাজন মাসের বেতন বোনাসের সহ আগামী ২৮ শে মার্চ এর মধ্যে সিলেট জেলা সকল হোটেল মালিক এর কাছে জোর দাবি জানান এবং শ্রমিক ছাঁটাই বন্ধ না করলে প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচী দিতে বাধ্য হবো। বক্তারা আরোও বলেন সারাদেশে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। মানুষ সারাদিন যা আয় করে তা দিয়ে সংসারের নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার সামর্থ্য হারিয়েছে। সরকারে প্রতি দ্রব্যমূল্য কমানো জন্য আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ