মৌলভীবাজার জেলা কৃষকদলের একাংশের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ১১:০৩
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী কৃষকদলের একাংশের সাংগঠনিক সভা ও জেলা কৃষক দলের সদস্য সংগ্রহ কর্মসূচী উদ্বোধন করা হয়।
বুধবার (২৩ মার্চ) বিকাল ৫ ঘটিকার সময় শহরের শমশেরনগর রোডস্থ শ্যামলী রোডে জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোনাহিম কবির এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মশিউর রহমান বেলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বে) মোঃ মাহবুবুর রহমান আউয়াল।
প্রধান বক্তা কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন বেপারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শহীদ আহমদ সাংগঠনিক হুমায়ুন কবির শাহীন, কেন্দ্রীয় কমিটির সদস্য মীর্জা মোঃ মেহেদী হাসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি স্বাগত কিশোর চৌধুরী দাস, তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হক, সাবেক ছাত্রনেতা ও কানাডা বিএনপি নেতা সুয়েলউজ্জামান খাঁন, জেলা কৃষক দলের সদস্য ইউপি সদস্য শাহেদ আহমেদ, রয়েজ আহমেদ, জুয়েল আহমেদ, সদর উপজেলা কৃষকদলের নেতা ও ইউপি মেম্বার শাহ ইমরান সাজু, জুড়ী উপজেলা কৃষকদলের নেতা জৈনুদ্দিন, কুলাউড়া উপজেলা কৃষকদলের নেতা ও ইউপি মেম্বার মুক্তাদির আহমদ মনু, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের নেতা আব্দুল খালেক তালুকদার, রাজনগর উপজেলা কৃষক দলের নেতা ওয়াহিদুজ্জামান দুলাল ও মতিউর রহমান শিমুল, কমলগঞ্জ উপজেলার কৃষকদল নেতা আসাদুর রহমান সহ কৃষকদলের মৌলভীবাজার জেলা শাখার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।