ভূমি বিষয়ে সেবা নেওয়া সাধারণ মানুষকে ফুল ও চকলেট উপহার
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৬:০৩
সুনামগঞ্জ প্রতিনিধি:- মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে সুনামগঞ্জে এক ব্যাতিক্রমী সেবা দিচ্ছে সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিস।
তারা ভূমি সংক্রান্ত সকল সমস্যা কি ভাবে সমাধান হবে এবং অনলাইনের মাধ্যমে কি ভাবে সাধারণ মানুষ সেব। পেতে পারে সেই গুলো বুজিয়ে হাতে ফুল ও চকলেট হাতে তুলে দিচ্ছেন।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী তিনব্যাপী মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সেই মেলায় অংশগ্রহণ করে সরকারি প্রতিষ্ঠান গুলো তার মধ্য সকলের নজর কাড়ে ভূমি সেবা নিয়ে বসা স্টলটি।
মেলাতে আসা সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ আহমদ জানান, ভূমি সংক্রান্ত কোন বিষয়ে আমার ধারণা ছিলনা, কিন্তু মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বসা ভূমি সংক্রান্ত স্টলটি তে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি বুজতে পেরেছি। উনারা আন্তরিকতার মাধ্যমে সেবাটি বুজিয়ে দিয়েছেন এবং শেষে আমাকে একটি ফুল ও চকলেট উপহার দিয়েছেন।
মেলাতে আসা নাসরিন বেগম জানান, ভূমি নিয়ে আমার কিছু জানার ছিল, সেই জন্য মেলাতে আসছি, ভূমি অফিসের দেওয়া স্টলে যেতেই তারা আমাকে আন্তরিকতার সাথে কিভাবে অনলাইনেও ভূমি সেবা পাওয়া যায় সেই বিষয়ে অনেক কিছু বুজিয়েছেন। তারপর ফুল ও চকলেট উপহার দিয়েছেন। সত্যি খুব ভালো লাগছে সেবাও পেলাম সাথে ফুল ও চকলেট উপহার পেলাম।
সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা মো.কামাল হোসেন বলেন, সহকারী ভূমি কমিশনার সাদিয়া সুলতানা ম্যাডামের নেতৃত্বে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। আমরা চাকুরী করি সাধারণ মানুষকে সেবা দেওয়ার জন্য। তবে আমরা মেলায় সেবাও দিচ্ছি সাথে যারা সেবা নিচ্ছেন তাদের ফুল ও চকলেটও দেওয়া হচ্ছে।