বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৮:০৩

বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবস্থাপক উত্তম কুমার দেব, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ প্রমুখ।

এসময় বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ