চা-শ্রমিক ও বস্তি পরিবারের শিক্ষার্থীর মাঝে বিএনএফ’র শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২ ০৭:০৩

চা-শ্রমিক ও বস্তি পরিবারের শিক্ষার্থীর মাঝে বিএনএফ’র শিক্ষাবৃত্তি প্রদান

সুরমাভিউ:-  চা-শ্রমিক পরিবার ও বস্তি এলাকায় বসবাসরত অসহায় পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। (২৪ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৩টায় লাক্কাতুরা চা-বাগান এলাকায় রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর.ডব্লিউ.ডি.ও এর আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ৪০ জন শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন আর.ডব্লিউ.ডি.ও এর পরিচালক সমীতা বেগম মীরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াই মুভস্ প্রকল্প কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম রশিদ, আর.ডব্লিউ.ডি.ও এর একাউন্স ও এডমিন অফিসার মো. মহসিন রেজা, আর.ডব্লিউ.ডি.ও শিক্ষিকা রেবা সিনহা, স্বপ্না দেব, আর.ডব্লিউ.ডি.ও এর প্রোগ্রাম অফিসার বাবুল কুমার সিংহ, ভলান্টিায়ার ইমন দাস প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ