দোয়ারাবাজার প্রতিনিধি:- নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে মানববন্ধন করেছে দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা। বুধবার বিকালে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদানকালে লুটপাট বন্ধ এবং গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যর দাম নামিয়ে আনার দাবি জানায় দলীয় নেতারা। এসময় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাবার হুমকিও দিয়েছেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা জাপার সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ হেলালীর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আ.ন.ম. ওহিদ কনা মিয়া, জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল আওয়াল, দোয়ারাবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু,সাংগঠনিক সম্পাদক নূর হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আলী মিলন, ইউপি সদস্য মাসুদ, জাপা নেতা আব্দুল ছালাম, আমজাদ আলী,হুমায়ূন খান,আব্দুল আজিজ প্রমুখ।