সিলেটে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত:মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ০৯:০৩

সিলেটে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণা

সুরমাভিউ:-  আলোচিত-সমালোচিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি অগ্রিম ৩৩ হাজার টাকা সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি। মঙ্গলবার (২২ মার্চ) বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ মাহফিলের আয়োজন করেছিলেন স্থানীয়রা।

ওয়াজ মাহফিলটিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিলো গিয়াস উদ্দিন আত তাহেরিকে। বিকেলের দিকে প্রধান অতিথি হিসেবে তাঁর ওয়াজ করার কথা ছিলো। মাহফিলে আসা বাবদ তাকে অগ্রিম ৩৩ হাজার টাকাও বিকাশে পাঠিয়েছিলেন আয়োজকরা। কিন্তু আজ সকাল থেকেই তাহেরির সঙ্গে যোগাযোগ রাখা মোবাইল ফোনে কল দিলে কেউ রিসিভ করেননি। ওয়াজের নির্ধারিত সময় পর্যন্তও কেউ কল রিসিভ করেননি এবমনকি কল ব্যাকও করেননি।

এক পর্যায়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে টাকা নিয়ে তাহেরির না আসার বিষয়টি জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। এসময় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাহেরির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এছাড়াও এসময় আয়োজক কমিটির পক্ষ থেকে তাহেরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এদিকে, ওই ওয়াজ মাহফিলে আয়োজক কমিটির পক্ষ তাহেরিকে অবাঞ্ছিত ঘোষণার ভিডি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি দেখে স্যোসাল মিডিয়ায় তাহেরির সমালোচনায় মেতে ওঠেছেন বেশিরভাগ মানুষ।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরির দেয়া ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক কিছু বক্তব্য এবং ওয়াজের নামে কৌতুকপূর্ণ কথাবার্তা এবং অঙ্গভঙ্গির কারণে তাকে সমালোচনার পাত্রে পরিণত করেছে। এমন বক্তাকে সিলেটে বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়ে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়ে যায় সমালোচনার ঝড়। তবু সিলেটে অনেক স্থানে আয়োজক কমিটি বার বার তাহেরিকেই আমন্ত্রণ জানান।

ইসলামি বক্তা হিসেবে খ্যাতি পাওয়া মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি ইতিপূর্বে ‘চা খাবেন? ঢেলে দেই?’ ‘ভাই, পরিবেশটা সুন্দর না, কোনো হৈ চৈ আছে?’ ‘বসেন, বসেন, বইসা যান’ ‘চিল্লাইয়া মার্কেট ফাউন যাইব?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি?’ ‘আমি কি কাউকে গালি দিয়েছি? কাহারো বিরুদ্ধে বলতেছি? ‘বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা’ ‘শরীলে একটা ভাব আইসে না?’ কষ্ট হইতেছে আপনার? মোটামুটি শরীলে একটা ভাব আইসে না?’ এমন সব বিতর্কিত বক্তব্যের মাধ্যেমে আলোচনায় চলে আসেন।

এছাড়াও তিনি একটি ওয়াজ মাহফিলে ‘আল্লাহর ধন নবিরে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া, নবির ধন খাজায় পাইয়া শুইয়া আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে…’ এমন গান গেয়ে পড়েন মূল ধারার আলেমদের তোপের মুখে পড়েন। ওয়াজ মাহফিলে ইসলামের মূলভিত্তির সঙ্গে সাংঘর্ষিক এমন গান বা কথা নিয়ে সারা দেশের ধর্মপ্রাণ মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়।

তাকে নিয়ে স্যোসাল মিডিয়ায় নিয়মিতই চলে সমালোচনা ও ট্রল। তার এমন বিভ্রান্তিকর বক্তব্যের জন্য গণমাধ্যমেও হয় লেখালেখি। কিন্তু তারপরও থেমে থাকেনি তাহেরির এমন বিতর্কিত কর্মকাণ্ড। এরই মাঝে ইদানিং তাহেরির বিরুদ্ধে প্রায়ই অভিযোগ শোনা যায়- অগ্রিম টাকা নিয়ে তিনি যান না ওয়াজ মাহফিলে। ওয়াজের দিন আয়োজকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। আজ এমনই ঘটনা ঘটলো সিলেটের বালাগঞ্জে।

এ সংক্রান্ত আরও সংবাদ