দোয়ারাবাজারে অটো রিক্সার ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত:সোমবার, ২১ মার্চ ২০২২ ০৭:০৩
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাটারী চালিত একটি আটো রিক্সার ধাক্কায় আহত শ্রীমতি বেগম (৬৬) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই বৃদ্ধা উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের মৃত মন্তাজ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাতে ৭ ঘটিকার সময় শ্রমতি বেগম এক আত্নীয়র বাড়ী থেকে বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী একটি অটো রিক্সায় ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহত ওই নারীকে স্থানীয়রা দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।