১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২০ মার্চ ২০২২ ০৯:০৩
সুরমাভিউ:- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, গুনীজনকে সম্মান দিলে সমাজে গুনীজন জন্মায়। আওয়ামী লীগ সব সময় গুণী ও ত্যাগীকে সম্মান দেয়। সেই ধারাবাহিকতা রক্ষা করেছে সিলেট জেলা যুবলীগ। বঙ্গবন্ধুর ভাষণের ৫ প্রত্যেক্ষদর্শীকে সম্মাননা প্রদান স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরো বলেন, তারুণ্যে ভরা সিলেট জেলা যুবলীগ সব সময় ডায়নামিক কাজ করে। জাতির পিতার ৭ মার্চের ভাষন একটি ইতিহাস, বাঙালির জাতির গৌরব, স্বাধীনতার স্বীকৃতিস্বরূপ। সরাসরি যারা এ জ্বালাময়ী ভাষন শুনতে পেরেছেন তারাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই সরাসরি ভাষণ শোনা ৫ ব্যক্তিকে সম্মাননা দিয়ে সিলেট জেলা যুুবলীগ প্রশংসনীয় কাজ করেছে।
তিনি রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে গুণী এ ৫ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের জ্বালাময়ী ভাষন সরাসরি শোনা ৪ জনকে এবং ১জনকে বিশেষ সম্মাননা প্রদান করেছে সিলেট জেলা যুবলীগ। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, তোফাজ্জল হোসেন হেলাল, অধ্যাপক গ.ক.ম আলমগীর।
এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা বেগম শামনুননাহার মিনুকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়।
সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদের পরিচালনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র উদ্ধোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে সিলেট জেলা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766