সাহিত্য চর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব : অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার

প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ০৯:০৩

সাহিত্য চর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব : অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার

সুরমাভিউ:-  সরকারী এমসি একাডেমি কলেজ গোলাপগঞ্জের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার বলেছেন, সকল মানুষকে বেশি করে সাহিত্য চর্চা করতে হবে। সময় সুযোগ মতো অধ্যয়ন করতে হবে। সাহিত্য চর্চা করলে কোনো ক্ষতি হবে না। সাহিত্য চর্চায় লাভবান হওয়া যাবে। তিনি বলেন- সাহিত্য চর্চা করলে আলোকিত মানুষ হওয়া সম্ভব। সুতরাং সাহিত্য চর্চায় মনোযোগ দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

তিনি শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টায় সিলেট নগরীর উত্তর বাগবাড়ি এলাকায় বিশ^নাথ সিলেটের তেলিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি সুবোধ রঞ্জন দাশ-এর ২০৯ নং বাসভবনে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন-সাহিত্য মানুষকে আলোকিত পথে এগিয়ে যাওয়ার পথ দেখায়। মানুষকে বাঁচিয়ে রাখে।

‘প্রাণের মানূষ আছে প্রাণে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করে সিলেট নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী তার বক্তব্যে বলেন- একটি সৃজনশীল সুন্দর সমাজ গঠন করতে হলে সাতিহ্য চর্চা করা প্রয়োজন। সাহিত্য মানুষের মন-প্রাণ রাঙিয়ে দেয়। মানুষ হয় প্রাণবন্ত ও নান্দনিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হৃদবন্ধন সাহিত্য পর্ষদ সিলেটের সভাপতি শিক্ষক ও কবি হিমাংশু রায় হিমেল।

বিশ^নাথ সিলেটের তেলিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি সুবোধ রঞ্জন দাশ-এর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভোরের কাগজ পাঠক ফোরাম সিলেট জেলা পরিবারের সভাপতি ও কবি অমিতা বর্ধন, বিশিষ্ট নাট্যজন হিরা মোহন রায়, জাউয়া বাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শ্যামা প্রসাদ সমাজপতি, বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক মাসুক মিয়া, সামাজিক ব্যক্তিত্ব নবেন্দু কপালী সীমু, দক্ষিণ সুরমার ফরহাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কান্তি পুরকায়স্থ, দৈনিক উত্তরপূর্ব’র সিনিয়র সাংবাদিক ও কবি সজল ঘোষ, চান্দাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী দাস, মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লিপি দাস, ক্রোড়ী গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিভা রাণী দাস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মদন মোহন কলেজের শিক্ষক ও কবি মিহির মোহন। অনুষ্ঠানের শুরুতেই সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ