সিলেট মহানগর যুবলীগের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ০৭:০৩

সিলেট মহানগর যুবলীগের চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন

সুরমাভিউ:-  সর্বকালের শ্রেষ্ঠ বাঙারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিলের নির্দেশেনায় সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে নগরীতে চিত্রাংকন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় কুমারপড়ার শাহ আলম আর্ট গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি। বাঙালি জাতির মুক্তির সংগ্রাম এবং অধিকার আদায়ে বঙ্গবন্ধু আজীবন লড়াই করে গেছেন। তাঁর একমাত্র লক্ষ্য ছিল বাংলার মানুষের দুঃখ-দুর্দশা দূর করা, অন্যায়-অবিচার মুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত সোনার বাংলা গড়ার। জাতির পিতা যে অসাম্প্রদায়িক, ক্ষুধা- দারিদ্র মুক্ত ও উন্নত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন তাঁর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, সাম্যের বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং মানুষে মানুষে ভালোবাসার বাংলাদেশই হলো বঙ্গবন্ধুর মূল দর্শন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিলের নির্দেশেনায় বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

এসময় সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ