নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মৃত ঝরণা কুর্মী শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপির চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন,মৌলভীবাজার রোডের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার ১৮ মার্চ বিকালে ভাড়া বাসার নিজ কক্ষ থেকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এটা আত্মহত্যা না কি পরিকল্পিত হত্যা এনিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে ।
শিক্ষিকা ঝরণার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। মৃত ঝরণা ও সঞ্জয় দম্পতির ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুর সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে আসে। সঞ্জয় কুর্মী পূবালী ব্যাংক শ্রীমঙ্গল শাখায় কর্মরত রয়েছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।