ন্যাটোর কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ১১:০৩

ন্যাটোর কারণে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক জোট ন্যাটোকে দায়ী করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার পার্লামেন্টে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

রামাফোসা বলেন, এই যুদ্ধ এড়ানো যেত, যদি ন্যাটো বছরের পর বছর ধরে তার নিজ নেতা ও কর্মকর্তাদের মধ্যে থেকে উচ্চারিত হয়ে আসা সতর্কবার্তায় কান দিত। তিনি বলেন, মস্কোর দোরগোড়ায় ন্যাটোর সম্প্রসারণ অঞ্চলটির জন্য কোনো সাধারণ বিষয় নয়। আর এ কারণেই তারা প্রতিরোধের জন্য ধ্বংসাত্মক পন্থা বেছে নিয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, কিছু মানুষ আছেন যারা রাশিয়ার বিরুদ্ধে আমাদেরকে খুবই বৈরি একটি অবস্থান নেওয়া উচিত বলে চাপ সৃষ্টি করছেন। আমরা উভয় পক্ষের সংলাপের ওপর জোর দিচ্ছি। সংঘাতের মাধ্যমে কোনো সমাধান আসবে না। -সূত্র: সাহারা রিপোর্টার্স।

এ সংক্রান্ত আরও সংবাদ