নগরীর আখালিয়ায় হাসান জেবুলের মতবিনিময় সভা

প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ০৪:০৩

নগরীর আখালিয়ায় হাসান জেবুলের মতবিনিময় সভা

সুরমাভিউ:-  সিলেট নগরের আখালিয়া নতুন বাজারের দুসকি আবাসিক এলাকার মুরব্বিদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এটিএমএ হাসান জেবুল। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে আয়োজিত এ উঠান বৈঠকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মিলিত হন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএমএ হাসান জেবুল বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সিলেটে ব্যাপক পরিবর্তন এসেছে। এই ধারা অব্যাহত রেখে উন্নয়নের ছোয়া প্রতিটি ঘরে পৌছাতে হলে সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি কাচা মিয়া, আব্দুল মালেক, তপন মহাজন, জয়নাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, মাহফুজ আহমদ, মাওলানা সাইকুল ইসলাম, মো. সোহাগ মিয়া, জাবের আহমদ, বশির মিয়া, ইউসুফ আলী, সোলেমান মিয়া, মাহমুদ মোল্লা, রাসেল আহমদ ও রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ