২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৯ মার্চ ২০২২ ০৪:০৩
সুরমাভিউ:- জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর উদ্যোগে (১৭ মার্চ) বৃহস্পতিবার “মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” ও “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২” বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হয়েছে। এ দিনটি উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেজিটিডিএসএল কর্তৃক বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে কোম্পানির প্রধান কার্যালয় সিলেট-এর গ্যাস ভবন চত্বরে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। জাতীয় পতাকা উত্তোলনের পর ১৯৭১ সালে বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রাম এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদ ও জাতীয় চার নেতাসহ সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মওলানা শিব্বির আহমেদ।
সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন সহ কোম্পানির মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপক সহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য শোভা যাত্রাসহ রিকাবীবাজার জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত ৭ দিনব্যাপী”মুক্তির উৎসব ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী” মেলায় জালালাবাদ গ্যাসের ষ্টল পরিদর্শন করা হয়। জালালাবাদ গ্যাসের স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর বিভিন্ন আলোকচিত্র, পুস্তক ও ভিডিও প্রদর্শিত হয় এতে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে দুপুর ১২টায় রায়নগরস্থ জালালাবাদ বিদ্যানিকেতন স্কুলে আলোচনা সভা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন। এছাড়াও কোম্পানির পক্ষ হতে বোরহান উদ্দিন মাজার সংলগ্ন এতিমখানায় এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766