২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০৮:০৩
সুরমাভিউ:- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান বলেন, পবিত্র শবে বরাত আল্লাহ পাক রাব্বুল আলামীনের পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ নেয়ামত। বর্তমান সময়ে প্রত্যেকটি জায়গায় এরকম তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা একান্ত প্রয়োজন, কেননা পবিত্র শবে বরাত মানুষকে মুক্তির বার্তা দিয়ে যায়। মুবারক এই রাতে ইবাদাতের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ লাভ করে। ইবাদাত-বন্দেগীর মাধ্যমে আমাদেরকে এই রাতটি যথাযথভাবে পালন করা উচিত।
১৬ মার্চ ’২২, বুধবার, বিকেলে লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেট’র হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ৭ ও ৮ নং ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে পবিত্র শবে বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৮নং ওয়ার্ড শাখার সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন লতিফিয়া ইমাম সোসাইটি সিলেট মহানগরীর সভাপতি মাওলানা জামিল আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন।
৮নং ওয়ার্ড শাখার সহ-সাধারণ সম্পাদক গুলজার আহমদ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক মাওলানা মামুনুর রশীদ, সংগঠনের সিলেট মহানগরীর সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ, ২১নং ওয়ার্ড আল-ইসলাহ’র প্রচার সম্পাদক মো. অলিউর রহমান, সংগঠনের সিলেট মহানগরীর সদস্য জসিম উদ্দিন, ৮ নং ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি ফয়সল আহমদ ও আবুল হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড শাখা সহ-সভাপতি জুবায়ের আহমদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, এবাদুর রহমান আহবাব, আব্দুর রহমান, সাদমান রাহাত, জসিম উদ্দিন, কামরান আহমদ, আল আমিন ও শোয়েব আহমদ প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766