মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০৭:০৩

মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপন
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  ১৭ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নেছার আহমেদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান মিছবাহ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নেছার আহমেদ এমপি, জেলা প্রশাসক মীর নাহিদ আহাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান মিছবাহ, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ জামাল উদ্দিন আহমেদ।
পরে শিশুদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশুদের নিয়ে অতিথিরা সবাই মিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।
অপরদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তের উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ