বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০:০৩

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুরমাভিউ:-  সিলেট নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বাছিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আজম খান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলজার খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, বিশিষ্ট সমাজসেবী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আফজাল সিরাজ পাবেল। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিপ্রা রানী রায়, বিধান রঞ্জন ধর, ডালিয়া শাহানা, দীপ্তা দে, প্রশান্ত কুমার পাল, দীপঙ্কর রায়, খালেদা বেগম, বুশরা খান, মোশাররফ হোসেন মাসুম, সৈয়দ নাছিম আহমেদ, আব্দুল বাছিত তরফদার প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ