বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাগীব-রাবেয়ায় শিশুসহ সকল রোগিদের খাবার বিতরণ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০:০৩

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে রাগীব-রাবেয়ায় শিশুসহ সকল রোগিদের খাবার বিতরণ

সুরমাভিউ:-  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্ত: বিভাগের ভর্তিকৃত শিশু রোগীসহ সকল রোগিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের মহান স্থপতি, স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন পালন করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অন্তঃবিভাগে ভর্তিকৃত শিশু রোগীসহ সকল রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এর সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের রঙীণ কাগজ, রং-বেরঙের বেলুন সহ অন্যান্য সামগ্রী দিয়ে হাসপাতালের শিশু বিভাগ সজ্জিত করণ করা হয়।

খাবার বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ  এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রত্যুষে জাতীয় পতাকা, প্রতিষ্ঠানের পতাকা উত্তোলণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সন্ধানী জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দিনব্যাপী হাসপাতালে আগত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, কলেজ ও হাসপতাাল ভবন আলোকসজ্জা ও ফেস্টুন দিয়ে সজ্জিত করণ।

এ সংক্রান্ত আরও সংবাদ