২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০৯:০৩
সুরমাভিউ:- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাছিত ও সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানার নেতৃত্বে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অর্পন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমীন হোসেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসিয়া সিকদার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ জেড রওশন জেবীন রুবা, সহ-সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাধবী গুণ, সহ-সাংগঠনিক সম্পাদক অঞ্জনা সরকার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাশিদা সাঈদা খানম, তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদা পারভীন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সভাপতি বিপাশা জান্নাত স্বপ্না, জেলা সদস্য সোনিয়া আক্তার নাফিয়া, রুনা আক্তার, লিপি রানী বনিক, সুষমা সুলতানা রুহী, শেলী রানি দেব, রীনা রানী তালুকদার প্রমুখ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766