২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০৮:০৩
সুরমাভিউ:- বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ বলেন, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর উপর দয়া করে বিশেষ বিশেষ দিন, রাত ও মাস দান করেছেন। যাতে ইবাদাতের মাধ্যমে বান্দা তাঁর নৈকট্য লাভ করতে পারে। শাবান মাস তেমনই এক মাস। হযরত নবী করীম (সা.) রামাদান ব্যতীত এই মাসে সবচেয়ে বেশি রোযা রাখতেন। নবী (সা.) উম্মতকে লাইলাতুল বরাতে নামায আদায় ও দিনে রোযা রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আজ সমস্ত মুবারক দিনগুলোকে একদল মানুষ গুরুত্বহীন বলে সরলমনা মুসলমানদের গোমরাহ করার পায়তারা করছে। যারা নানারকম বিভ্রান্তি ছড়িয়ে নবী (সা.) ও তাঁর সাহাবায়ে কিরাম, তাবিয়ীন ও সালফে সালিহীনগণের নেক আমল থেকে উম্মাহকে দূরে রাখার চেষ্টা করছে, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না।
১৬ মার্চ ’২২, বুধবার, বাদ মাগরিব, মোমিনখলাস্থ হযরত শাহজালাল (র.) তমজিদিয়া মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত পবিত্র শবে বরাত এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সভাপতি শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সভাপতি মিনহাজুল ইসলাম নিয়াজ ও মাওলানা সৈয়দ দেলওয়ার হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাওছার হামিদ সাজু।
শাখা প্রচার সম্পাদক ওলিউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ, সহ-অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম সিদ্দিকী ও সদস্য আবুল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড শাখার সহ-সভাপতি নাজমুল হাসান রাছেল, সাংগঠনিক সম্পাদক এস এম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সুহুল আমীন জুয়েল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. মহরম, শাখা অর্থ সম্পাদক মাসউদ হাসান মায়েল ও প্রশিক্ষণ সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766