জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয় ও কলেজ’র আলোচনা সভা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ০৯:০৩

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বালিকা  উচ্চ বিদ্যালয় ও কলেজ’র আলোচনা সভা

সুরমাভিউ:-  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক শাহানা বেগম, মাহমুদা বেগম, কুহেলী রাণী দাস প্রমুখ।

অনুষ্ঠান যৌথ পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নাবীবা ফাইরুজ ও রাজষি দাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ