কেক কেটে জন্মদিন পালন করলো সিলেট জেলা ছাত্রলীগ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১০:০৩

কেক কেটে জন্মদিন পালন করলো সিলেট জেলা ছাত্রলীগ

সুরমাভিউ:-  সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের সঞ্চালনায় বঙ্গবন্ধুর জন্মদিনে কর্মসূচী পালন করেন সিলেট জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

১৭ মার্চ কেটে জাতির পিতার ১০২ তম জন্মদিন পালন করলো সিলেট জেলা ছাত্রলীগ।

১৭ মার্চ ১২:০১ মিনিটের সময় সিলেট নগরীর চৌহাট্টাস্হ মাতৃমঙ্গল হাসপতালের সম্মুখে জাতির পিতার ১০২তম জন্মদিনের কেক কেটে উদযাপন করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ সহ সিলেট জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মীরা।

এতে বক্তারা বলেন, জাতির পিতা এবং বাংলাদেশ একে অন্যের পরিপূরক। তিনি যদি বাঙালি জাতি কে স্বপ্ন না দেখাতেন তাহলে কখনোই স্বাধীনতা অর্জিত হতো না। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তাই আমাদের অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের শপথ নিতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ