বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ১৬ মার্চ ২০২২ ০৯:০৩

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শহরের চৌমোহনাস্হ দিল্লী রেস্টুরেন্টের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায়।

ক্যাব এর জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ড.আবু তাহের এর সভাপতিত্বে এবং সৈয়দ শাহীন মিয়ার সসঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল আমীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল হোসেন ইকবাল, ডাঃ দীনেশ সূত্রধর, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী।

এছাড়াও আরো উপস্হিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ তাজুদুর রহমান, সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান চৌধুরী মসু, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক মাহমুদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ রুমান আহমদ, সমাজসেবক চৌধুরী মোহাম্মদ মেরাজ, ব্যাংকার মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

এ সংক্রান্ত আরও সংবাদ