২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৬ মার্চ ২০২২ ০৭:০৩
সুরমাভিউ:- সিলেট জেলা তথ্য অফিস (পিআইডি)’র পক্ষ থেকে নবগঠিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।
(১৫ মার্চ) মঙ্গলবার ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধনকালে পিআইডি’র জেলা সহকারী তথ্য কর্মকর্তা মাসুদ পারভেজ-এর নেতৃত্বে পিআইডি’র একটি প্রতিনিধি দল প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক নেতৃবৃন্দকে এ শুভেচ্ছা জানান।
জেলা সহকারী তথ্য কর্মকর্তার সাথে অন্যদের মধ্যে প্রতিনিধি দলে ছিলেন সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও অফিস সহযোগী উজ্জ্বল আহমদ।
প্রেসক্লাব আহবায়ক মোঃ ইমাদ উদ্দিন নাসিরী ও সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম ক্লাবের পক্ষে তাঁদেরকে স্বাগত জানান। এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদিকুর রহমান চৌধুরী ও জুমন আহমদ, সিনিয়র সদস্য চঞ্চল মাহমুদ ফুলর, মোঃ সানোয়ার আলী, ইসমাইল আলী টিপু, এমরান ফয়সল, সাদিকুর রহমান সোহেল, এমদাদুর রহমান জিয়া, আব্দুল আলীম প্রমুখ।
পিআইডি’র প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ কর্মক্ষেত্রে দায়িত্ব পালনকালীন সময়ে পিআইডি’র সহযোগিতা কামনা এবং পাশাপাশি পিআইডিকে সাধ্যানুযায়ী সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পিআইডি’র প্রতিনিধি দল দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আনন্দ অনুভ‚তি প্রকাশ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে একে অন্যকে সহযোগিতার প্রতিশ্রæতি প্রদান করেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766