দোয়ারাবাজারে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ০৪:০৩

দোয়ারাবাজারে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদন্ড

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইভটিজিংয়ের অভিযোগে মোহাম্মদ আলী (২৯) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত যুবক একই উপজেলার কান্দাগাঁও গ্রামের মনির মিয়া (এশাই) এর ছেলে। সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ এ সাজা দেন।

স্থানীয়রা জানান, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিনের পরকীয়া প্রেমের নিবিড় সম্পর্ক ছিল একই গ্রামের যুবক মোহাম্মদ আলীর। ওই সুবাদে মোহাম্মদ আলী বিভিন্ন অজুহাতে প্রায়ই আসাযাওয়া করতেন ওই প্রবাসীর বাড়িতে। এরই জেরে রোববার(১৩ মার্চ) রাতের কোনো এক সময় সেখানে যান তিনি। বিষয়টি আঁচ করতে পেরে পরদিন সোমবার সন্ধা ৭ টার দিকে ওই প্রবাসীর বাসা থেকে বের হতেই স্থানীয়দের হাতে আটক হন মোহাম্মদ আলী। এ সময় উত্তেজিত জনতা উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেন।

উল্লেখ্য, বছর খানেক আগেও একই ঘটনায় সেখানে তিনি আটক হওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয়রা। মানবিক কারণে সেই বার তিনি রেহাই পান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ অভিযুক্ত মোহাম্মদ আলীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ