জাতির পিতার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১২:০৩

জাতির পিতার জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের কর্মসূচি

সুরমাভিউ:-  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট জেলা আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করেছে।

# সকাল ১১ঘটিকায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন।

# দুপুর ১২ ঘটিকায় তালতলাস্থ গুলশান সেন্টারে আলোচনা সভা।

# বাদ জোহর হযরত শাহজালাল (রহ:) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল।

# মিলাদ ও দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ।

# বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থানা।

উক্ত কর্মসূচি সমূহে সিলেট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ