৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১০:০৩
সুরমাভিউ:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খায়েরগাঁওগামী এলাকা থেকে জবি উল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬:৫০ ঘটিকার সময় উপজেলার চাঁনপুর সাকিনস্থ হৃদয় মিয়ার দোকানের উত্তর দিকে খায়েরগাঁওগামী নামক স্থান থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জবি উল্লা কোম্পানীগঞ্জের দক্ষিণ ঢালার পার এলাকার আব্দুর রহিমের ছেলে।
জানা যায়, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক-নির্দেশনায় জেলার প্রতিটি থানায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতাতেই গোয়াইনঘাট সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর তত্ত্বাবধানে এসআই আজিজুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খায়েরগাঁওগামী এলাকা থেকে ৮২ বোতল ফেন্সিডিলসহ জবি উল্লা কে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ও মিডিয়া অফিসার মোঃ লুৎফর রহমান জানান, কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ জবি উল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766