কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে যুব সংহতির মিছিল

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ০৮:০৩

কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে যুব সংহতির মিছিল

সুরমাভিউ;-  জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক সাবেক সাংসদ এইচ এম আসিফ শাহরিয়ার, সদস্য সচিব আহাদ ইউ শাহিন চৌধুরী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেটে শুভাগমন উপলক্ষে সিলেট জেলা জাতীয় যুব সংহতি ১৫ মার্চ মঙ্গলবার বিকেলে নগরীতে এক স্বাগত মিছিল বের করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুরমা মার্কেটের সামনে এসে শেষ হয়।

সিলেট জেলা যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য শাহিন আহমদ এর পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়েছ আহমদ, দেলওয়ার হোসেন, আলমাছ উদ্দিন, মামুনুর রশিদ মামুন, হাবিবুর রহমান স্বপন, শাহিন রহমান, হাবিবুর রহমান মনু, মোহাম্মদ আলী কানু, জুয়েল আহমদ, রনজিৎ দাস, ফরিদ, শাহিন প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ