মুমূর্ষু বাসিয়া ও মাকুন্দা নদী রক্ষায় বাঁচাতে হবে

প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ০৭:০৩

সুরমাভিউ:-  সিলেটের বিশ্বনাথে বাজারের ফেলা বর্জ্য, দখলে-দুষণে মুমূর্ষু বাসিয়া ও মাকুন্দাসহ বিভাগের সকল নদী-হাওর অবৈধ দখলমুক্ত করে সেগুলোকে বাঁচাতে সরকারসহ স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানিয়ে নাগরিক কর্মসূচি পালন করা হয়েছে।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সোমবার (১৪ মার্চ) দুপুরে বিশ্বনাথ পৌরশহরের বাসিয়া ব্রিজের উপর ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’, ‘বাঁচাও হাওর আন্দোলন’ ও ‘সচেতন বিশ্বনাথ সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এই নাগরিক কর্মসূচি পালিত হয়।

বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক রাজা মিয়ার সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বনাথের ঐতিহ্যবাহী বাসিয়া নদীতে বিশ্বনাথ বাজারের ময়লা আর্বজনা ফেলে নদীটিকে গলা টিপে হত্যা করা হচ্ছে। একসময়ের এই প্রমত্তা এই নদী দখল-দূষণ ও বর্জ্য ফেলার কারণে এখন মরাখালে পরিণত হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো যে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বাসিয়া নদীকে বাঁচানোর কথা, তারা আজ নদীটির এই মুমূর্ষু অবস্থা দেখেও না দেখার ভান করছে। এর ফলে নদীতে ফেলা ময়লার দুর্গন্ধের কারণে বাসিয়া ব্রিজ দিয়ে মানুষের চলাচল এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে।

ছামির মাহমুদ আরও বলেন, মাকুন্দা নদী খননের নামে নদীর মাটি নদীতেই ফেলা হচ্ছে। সরকার কোটি কোটি টাকা ব্যয়ে নদী রক্ষায় যে নদী খনন প্রকল্প হাতে নিয়েছে তা মানুষের কোনো উপকারে আসবে না। এর ফলে নদীকে ভরাট করারই নামান্তর। তাই অনতিবিলম্বে বাসিয়া ও মাকুন্দা নদীর পাড়ে গড়ে উঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং নদীতে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে সঠিক মাপে খনন কাজ সম্পন্ন করে নদীগুলোর নাব্যতা ফিরিয়ে দিতে হবে। বন্ধ করতে হবে খননের নামে তামাশা-লুটপাট।

নাগরিক কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নতুন হাবড়া বাজার দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা খন্দকার মুজিবুর রহমান, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ। বক্তব্য রাখেন বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক এসপি সেবু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, সিলেট লেখক ফোরামের সভাপতি নাজমুল ইসলাম মকবুল, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মিনু, বিএনপি নেতা তজম্মুল আলী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ