সিলেট ইয়াং স্টারের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ০৭:০৩

সিলেট ইয়াং স্টারের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভা

সুরমাভিউ:-  সিলেট ইয়াং স্টারের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভা রবিবার (১৩ মার্চ) রাতে নগরীর মদিনা মার্কেটস্থ এক রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ডেইলি সংবাদ.কম এর প্রকাশক, চাউলধনী স্কুল এন্ড কলেজ বাস্তবায়ন কমিটি ইউকে ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারী, রাহাত আনোয়ার মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মোহাব্বত শেখ এবং বিশিষ্ট কমিউনিটি নেতা তাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেট ইয়াং স্টারের সভাপতি সৌরভ সোহেলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইয়াং স্টারের উপদেষ্টা কমিউনিটি নেতা মো. আঙ্গুর মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম. গয়াছ মিয়া, ছাতক সমিতির সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন, সিলেট ইয়াং স্টারের উপদেষ্টা আকবর আলী, ছাতক সমিতির সাধারন সম্পাদক এড. আলা উদ্দিন, প্রবাসী নেতা আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী এওয়ার আহমদ, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক স্বপন, আনহার মিয়া, সিলেট ইয়াং স্টারের সাবেক সাধারণ সম্পাদক মাজলু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টারের সাধারন সম্পাদক মো. রাসেল আহমদ, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ইয়াং স্টারের সদস্য মো. সোহাগ মিয়া।

আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টারের সিনিয়র সহ সভাপতি অপরেশ দাস অপু, যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হাসান, প্রচার সম্পাদক আক্তার হোসেন, রিপন চৌধুরী, শামীম আহমদ, কামাল আহমদ, সাজিদনুর বাবু, রায়হান আহমদ, মাস্টার জাহেদ আহমদ, আব্দুল হাসেম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, মো. মঞ্জুর আহমদ, ক্বারীমুল ইসলাম, কাদির আহমদ, আব্দুল কুদ্দুস, জাকির হোসেন, মনির মিয়া, তারেক আহমদ, স্বপন আহমদ, মাইদুল ইসলাম, সবুজ মিয়া প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ