শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সাতগাঁও হাইওয়ে পুলিশের প্রচারণা

প্রকাশিত:সোমবার, ১৪ মার্চ ২০২২ ১২:০৩

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সাতগাঁও হাইওয়ে পুলিশের প্রচারণা

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়ক দূর্ঘটনা প্রতিরোধক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। হেমলেট, সিট ব্যাল্ট ছাড়া মোটর সাইকেল ও গাড়ি না চালাতে বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে লিপলেট ও ফেস্টুন।

শ্রীমঙ্গলের বিভিন্ন পেট্টল পাম্পের মালিক ও কর্মীদের সাথে এ বিষয়ে বৈঠক করেন।

এ সময় তারা পেট্টলপাম্প মালিকদের অনুরোধ করেন যারা হেমলেট ছাড়া তেল নিতে আসবে তদের তেল না দিতে।
পরে তারা সকল পেট্টলপাম্পে “হেমলেট ছাড়া মটরসাইেকেলে তেল দেয়া হবে না” শ্লোগানে একাধিক ফেষ্টুন লাগিয়ে দেন।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম জানান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না। সামান্য বে-খেয়ালে এবং অলসতায় চলে যায় আনেক প্রাণ। তাই তাঁরা দূর্ঘটনা প্রতিরোধে যানবাহন নিয়ন্ত্রনে সড়কের মোড় গুলোতে গতিকমিয়ে যাওয়া ও মোটরসাইকেল আরোহীদের শতভাগ হেমলেট ব্যবহারের আওতায় আনতে সাঁতগাও হাইওয়ে পুলিশের পক্ষথেকে এ উদ্যোগ নেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এস আই আফাজুল, নায়েক আহমদ আলী, কনস্টেবল রিফাত, মনির হোসেন, তারেক আহমেদ ও কনেস্টেবল মো: ওয়ায়েদুল হক।

এ সংক্রান্ত আরও সংবাদ